কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিল সৈয়দপুর পৌরসভা

0
446
কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দিল সৈয়দপুর পৌরসভা

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ সরকারি নির্দেশনা মেনে করোনাভাইরাস মোকাবেলা করতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষজনের মাঝে চাল বিতরণ করেছে সৈয়দপুর পৌরসভা। আজ রবিবার পৌরসভা চত্বরে সকাল থেকে শুরু হওয়া চাল বিতরণ কার্যক্রম চলে দিনব্যাপী।

সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের ১ হাজার ৫০০ পরিবারের মাঝে ১০কেজি করে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারপৌরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা বেগম, পৌর কাউন্সিলর যথাক্রমে মো.এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাবু, জোবায়দুল ইসলাম মিন্টু, আল-মামুন সরকারসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।সুত্র জানায়, পৌরসভার ১৫টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ১শ’ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আজ পৌর এলাকার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে চাল বিতরণ করা হয় পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।

পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার বলেন, সৈয়দপুর একটি শিল্প ও বানিজ্য শহর হলেও এখানকার অধিকাংশ মানুষ শ্রমিক। তাদের অধিকাংশই করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন। ফলে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দ পাওয়া ৩ মেট্রিক টন এবং পৌরসভার নিজস্ব তহবিল থেকে কেনা ১২ মেট্রিক টনসহ ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, সরকারি বরাদ্দসহ নিজস্ব তহবিল দিয়ে খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে সহায়তা প্রদানের চেস্টা করা হচ্ছে।

এরআগে বিভিন্ন খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। একই সাথে করোনার সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যা অব্যাহত আছে । এজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here