মদনে স্লুইচ গেটের ঢালা অকেজো, ক্ষতির আশষ্কায় বোরো জমি

0
639
মদনে স্লুইচ গেটের ঢালা অকেজো, ক্ষতির আশষ্কায় বোরো জমি
ছবিঃ আব্দুল আওয়াল।

খবর৭১ঃ

আব্দুল আওয়ালঃ নেত্রকোনার মদনে তলার হাওরে স্লুইচগেটের ঢালা অকেজো থাকায় বোরোফসলি জমি ক্ষতির আশষ্কায় ভু ছেন কৃষকরা। স্লুইচ গেটের ঢালা মেরামত না করায় প্রতিবছর চৈত্র মাসের সামান্য বৃষ্টিতেই গেটদিয়ে বাঁধের ভিতর পানি প্রবেশ করেকৃষকের শতশত হেক্টর জমির বোরো ধাননষ্ট হয়।

প্রতি বছর আমরা বোরো মৌসুমেবস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করেওব্যর্থ হতে হয়। স্থানীয় কৃষক আঙ্গুর মিয়া, হেলালসহএকাধিক ভুক্তভোগী কৃষকরা জানান,বালালী পদমশ্রী উপ-প্রকল্পের স্লুইচ গেটটি৮/১০ বছর ধরে অকেজো হয়ে পড়েথাকলেও প্রতি বছরেই সরকার লাখ লাখটাকা ব্যয়ে বেড়ি বাঁধ সংস্কার করছে। স্লুইচগেট ঢালা মেরামত না করে বাঁধে মাটিফেললে কি হবে? সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন ওরফিকুল ইসলাম চৌধুরী জানান, সুইচগেটের ঢালাটি ৮/১০ বছর ধরে অকেজো।

চৈত্রমাসে পাহাড়ি ঢলের পানি আসতেইবেড়ি বাঁধের ভিতরে পানি প্রবেশ করেকৃষকরে ফসল নষ্ট হয়। বারবার কর্তৃপক্ষকেঅবগত করেও এর সুরাহা পাওয়া যাচ্ছেনা। ইউএনও মো. ওয়ালীউল হাসান, স্লুইচগেটটি মেরামতের জন্য পানি উন্নয়নবোর্ডের কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।আশা করছি অচিরেই এর মেরামত করাহবে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহীপ্রকৌশলী আক্তারুজ্জামান জানান, স্লুইচগেটটির খবর নিয়ে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here