ঠাকুরগাঁওয়ে সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
487

খবর৭১: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার নাম মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার (৪০)।

বুধবার ভোররাতে চোষপাড়া সীমান্তের ৩৭৯-এর ৬-৭ সাবপিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

মাহমুদ উপজেলার আমজানখোর ইউপির উত্তর চড়ইগেদী বেউরঝারী গ্রামের নিজামউদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আকালু ডোঙ্গা জানান, বুধবার ভোরে চোষপাড়া সীমান্তের কলসীর মুখ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মাহমুদ। এ সময় ভারতের ১৭১-চাকলাগড় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

তবে একটি সূত্র জানায়, ঈদ সামনে রেখে কিছু দিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সঙ্গে মাহমুদও জড়িত। ওপারে ফেনসিডিল আনতে গিয়ে ধরা পড়েন তিনি।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, ওই যুবককে বিএসএফ আটক করে ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামের আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল ও ১৬ মে হানিফ নামে আরেক যুবক রত্নাই সীমান্তে এলাকার জিরোলাইনে বিএসএফের হাতে ধরা পড়ে। তার বাড়ি রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here