খবর৭১ঃ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে দেশে, গতকাল ২১ মে রাত ৯টায় ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।