চুনারুঘাটে ৭ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

0
345

মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধিঃ ৪০০ টাকা মজুরী নির্ধারণ এবং ভূমি অধিকারসহ ৭ দফা দাবি আদায়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কর্মবিরতি পালন করছে ১০ সহস্রাধিক চা শ্রমিক।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলার দেউন্দি বাগানে চা শ্রমিকদের ধর্মঘট পালন করা হয়। এছাড়াও উপজেলার ১৭ টি বাগানে কর্মরত ১০ সহস্রাধিক চা শ্রমিক এক ঘন্টার কর্মবিতি পালন করে কাজে যোগ দেয় বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার চানপুর চা বাগানর শ্রমিক নিপেন পাল।
তিনি বলেন, আমরা প্রতি বছরই রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের আহ্বান জানালেও এ ব্যাপারে সরকারি কোন উদ্যোগ চোখে পড়ছে না। আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে এদেশে এনে স্বল্প মজুরির মাধ্যমে হাড়ভাঙ্গা পরিশ্রমের কাজ করানো হচ্ছে।
চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র বলেন, আমাদের ভুমি অধিকার, চা শ্রমিক দিবস স্বীকৃতি এবং চা শ্রমিকদের মজুরি ১০২ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করাসহ ৭ দফা দাবি দিয়েছি। এসব দাবি মানা না হলে আমরা পরবর্তীতে আন্দোলন করতে বাধ্য হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here