ইরান শাস্তির হাত থেকে কোনভাবেই রেহাই পেতে পারে না:আরব নিউজ

0
387

খবর৭১ঃ ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় দৈনিক সংবাদ মাধ্যম আরব নিউজ। সংবাদ মাধ্যমটি তাদের সম্পাদকীয় মতামতে লিখে, ‘ইরান শাস্তির হাত থেকে কোনভাবেই রেহাই পেতে পারে না।’

সৌদি রাজতন্ত্রের মুখপাত্র হিসেবে পরিচিত আরব নিউজ। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দুটি তেল পাম্পে সশস্ত্র ড্রোন হামলা ও তার দুইদিন আগে আমিরাত উপকূলে তেল ট্যাংকারে হামলার মাধ্যমে ইরান যে মারাত্মক উত্তেজনা ছড়িয়েছে তার তদন্ত হওয়া উচিত।

এসব হামলার জন্য ইরানকে দায়ী করে পত্রিকাটি ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, শুধু সৌদি আরবেই না, পুরো অঞ্চল কিংবা বিশ্বের জন্য ইরানের হুমকির বিষয়ে বিশ্ব নেতাদের বারবার সতর্ক করে আসছে রিয়াদ।

প্রতিবেদনে আরব নিউজ আরো জানায়, এটা স্পষ্ট, মার্কিন নিষেধাজ্ঞায় সঠিক বার্তা পাচ্ছে না ইরান।

বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটি একে অপরকে ক্রমাগত হুমকি দিয়ে আসছে। এরমধ্যে এমন উস্কানিমূলক আহ্বান করলো সৌদি আরবের পত্রিকা।

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ চান না। জ্যেষ্ঠ তিন মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

এছাড়া ট্রাম্প সাংবাদিককের বলেন, তিনি আশা করছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে যাচ্ছে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা প্রত্যাখ্যান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here