ফিরেই রুবেলের আঘাত, রাহীর প্রথম শিকার

0
305

খবর৭১ঃ ত্রিদেশীয় সিরিজে দলে থাকলেও ইনজুরির কারণে একাদশে গেল তিন ম্যাচে দেখা যায়নি রুবেল হোসেনকে । সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বল হাতে ফিরেছেন তিনি। আর ফিরেই আইরিশ ব্যাটিং লাইনআপে প্রথম আঘত হানেন রুবেল। এতে ২৩ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দলকে ব্রেক থ্রু এনে দেন রুবেল। আইরিশ ওপেনার জেমস ম্যাককলামকে লিটনের তালু বন্দি করিয়ে ৫ রানে সাজঘরের পথ ধরিয়ে দেন এই পেসার। ৫৯ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের। আর এবারের উইকেট শিকারি দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা রাহী। তুলেনেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেট। তার শিকার হন অ্যান্ডি বালবিরনি (২০)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রজহ ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান। মাঠে আছেন ওপেনার পল স্টারলিং (৪৪) ও উইলিয়াম পোর্টারফিল্ড (৪)।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১৫ মে) বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪ টায় মাঠে গড়ায় ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও বিটিভি।

বৃষ্টি আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটা কেড়ে নিয়েছিলো। তবুও ফাইনালে যেতে সমস্যা হয়নি মাশরাফিদের। ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচে গুঁড়িয়ে আগামী শুক্রবার (১৭ মে) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালের আগে অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। যদিও বাংলাদেশের জন্য ম্যাচটি পরীক্ষা-নিরিক্ষার ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক এডায়ের, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, ব্যারি ম্যাকার্থি ও জশ লিটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here