রোগীদের ওপর ভেঙে পড়ল হাসপাতালের ছাদের পলেস্তার!

0
311

খবর৭১ঃনড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের পলেস্তার ভেঙে পড়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনায় হাসপাতালে আতংক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী ও তাদের স্বজনরা। পুরুষ ওয়ার্ডে এ সময় ২০ জন রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ওই ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন।

এদিকে ৫০ শয্যার এ হাসপাতালে নতুন তিনতলা ভবন ও কোয়ার্টার নির্মাণ করা হলেও তা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে তা চালু হচ্ছে না।

২০১৪ সালের নভেম্বর মাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নতুন ভবন হস্তান্তর করা হয়। জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় অকেজো হয়ে পড়ে আছে নতুন ভবনটি।

ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, আমার চোখের সামনেই পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তার ভেঙে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগীসহ অন্যরা। হাসপাতাল ভবনের দ্রুত সংস্কার বা পুনঃনির্মাণ প্রয়োজন। হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here