যুক্তরাষ্ট্রে নিজ প্রতিষ্ঠানে স্কুলছাত্রের গুলিবর্ষণ, নিহত ১

0
285

খবর৭১ঃযুক্তরাষ্ট্রের একটি স্কুলে ওই প্রতিষ্ঠানেরই দুই ছাত্রের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে।

মঙ্গলবার ডেনভারের হাইল্যান্ড র‌্যাঞ্চ এলাকার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ (এসটিইএম) স্কুলে এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় স্কুলটির অনেক ছাত্রছাত্রী গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ওই স্কুলেরই দুই ছাত্র মুখোশ পরে ক্লাসরুমে ঢুকে গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই ১৮ বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়। এ ছাড়া আরও সাত ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গুলিতে আহত সবচেয়ে কম বয়সী ছাত্রের বয়স ১৫।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন ডগলাস কাউন্টি শেরিফ টনি স্প্রারলক।

ইতিমধ্যে ওই দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আটক দুই শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেনি। শুধু জানিয়েছেন, তাদের একজন প্রাপ্তবয়স্ক আর আরেকজন শিশু।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দ্রুত পদক্ষেপের কারণে হতাহতের সংখ্যা কমানো গেছে। অন্যথায় আরও ভয়াবহ কিছু ঘটতে পারত। ওই দুই বন্দুকধারী ছাত্র গুলি চালানো শুরু করলে কর্মকর্তারা স্কুলে ঢুকে দ্রুত ওই শিক্ষার্থীদের আটক করতে সক্ষম হন।

তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য জানা যায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, এ ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবিধানে দেশটির নাগরিকদের ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা রয়েছে। এ ঘটনায় বিষয়টি নিয়ে ফের বিতর্ক শুরু হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here