২৯ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

0
584

খবর৭১ঃ ঘূর্ণিঝড় ফনির প্রভাবে টানা ২৯ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যা ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আংশিক ভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।

ফনির কারণে শুক্রবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি’র এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া কিছুটা ভালো হয়ে আসায় ৬টি ইউটিলিটি ও একটি কে-টাইপ ফেরি দিয়ে সীমিত পরিসরে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাতাসের তীব্রতা আরো কমলে পরবর্তীতে রোরো (বড়) ফেরিগুলো চালু করা হবে।

এর আগে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে লঞ্চ এবং শুক্রবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here