প্রশ্নপত্রে পর্ন তারকা: অভিযুক্ত সেই শিক্ষক বহিষ্কার

0
649

খবর৭১ঃ রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্র পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নপত্রে (এমসিকিউ) দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম যুক্ত করার অভিযোগে প্রশ্ন প্রণয়নের সঙ্গে যুক্ত স্কুলটির শিক্ষক শংকর চক্রবর্তীকে বাধ্যতামূলক কর্মবিরতিতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনার কারণ দর্শানোর জন্য তাকে পাঁচদিনের সময় দিয়েছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। লজ্জাজনক প্রশ্নপত্র তৈরির কারণ জানতে চেয়ে তাকে শোকজও করা হয়েছে। আগামী ২৪ এপ্রিলের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।’

এর আগে শনিবার দুপুরে প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার বলেন, ‘আমাদের মান-সম্মান সব শেষ। বিষয়টি নিয়ে আমরা খুবই লজ্জিত। আমি ফেসবুক চালাই না। কিছু লোক আমার কাছে এসে দেখালো ফেসবুকে এমন একটি প্রশ্ন ভাইরাল হয়েছে। আমি ফেসবুকের প্রশ্নপত্রের সাথে স্কুলের প্রশ্নপত্র মিল করে দেখি হুবহু একই। তাৎক্ষণিকভাবে দেখে আমার মন ভীষণ খারাপ হয়েছিল।’

একই সময় শিক্ষক শংকর চক্রবর্তী বলেন, ‘এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি, এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনও এমন ভুল হবে না।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘খুবই লজ্জাজনক একটি ব্যাপার। আমরা বিষয়টি খতিয়ে দেখব। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নে এ ধরনের ভুল ক্ষমার অযোগ্য।’

তিনি আরও বলেছিলেন, ‘স্কুলের প্রশ্নপত্রে পর্ন তারকাদের নাম আসাটা অন্যায়। এটি শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। যেই স্কুলের নামে এ অভিযোগ উঠেছে, তদন্ত করে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, গত বুধবার (১৭ এপ্রিল) ঢাকার রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী (এমসিকিউ) অংশের ৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, আম আটির ভেঁপু—কার রচিত? এর চারটি সম্ভাব্য উত্তরের একটিতে সানি লিওনের নাম অন্তর্ভুক্ত করা হয়। ২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এখানে চারটি সম্ভাব্য উত্তরের একটিতে দেখা যায় মিয়া খলিফার নাম।

শুধু তাই নয়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কিশোর উপন্যাস আম-আঁটির-ভেঁপুর প্রশ্নে ‘আঁটি’ বানানে চন্দ্রবিন্দু নেই। ওই প্রশ্নপত্রে রয়েছে এমন আরও অদ্ভূত বিষয়। চতুর্থ প্রশ্নটিতে প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়—এমন প্রশ্নের সম্ভাব্য উত্তরে রাখা হয়েছে রাজধানীর বলধা গার্ডেনের কথা। তবে নামের বানানটি ভুল করে লেখা হয়েছে ‘বলদা গার্ডেন’।

এমসিকিউ প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম যুক্ত করা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে। কোমলমতি শিক্ষার্থীদের প্রশ্নে এ ধরনের ঘটনায় সোস্যাল মিডিয়ায় ক্ষোভ, নিন্দা ও ব্যঙ্গ-বিদ্রুপও প্রকাশ করছেন অনেকেই। একটি স্কুলের প্রশ্নপত্রে কীভাবে পর্ন তারকার নাম অন্তর্ভুক্ত হয়, তা নিয়ে রীতিমতো হতবাক অভিভাবকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here