দেশের খবরপ্রধান খবর ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত By Babul Khondoker - April 13, 2019 11:07 am 0 432 Share on Facebook Tweet on Twitter খবর ৭১ঃ ফেনীর দাগনভূঁঞ্চায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর রাতে উপজেলার আলীপুরে এ ঘট্না ঘটে।