জগন্নাথপুরে রানীগঞ্জ-হলিকোনা রাস্তাটি ধূলায় বিপর্যস্ত জন সাধারনের ভোগান্তি দেখার কেউ নেই

0
618

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-হলিকোনা রাস্তাটি ধূলায় বিপর্যস্ত হওয়ায় জনসাধারন ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন এ সড়ক দিয়ে উপজেলার জনসাধারনসহ হাজার হাজার লোকজন চলাচল করে থাকেন। দীর্ঘদিন এ রাস্তাটি দিয়ে জনসাধারন গাঁেয় ধূলো মেখে চলাচল করলেও দেখার কেউ নেই। হেমন্তে এ রাস্তা দিয়ে ছোট বড় যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরন না হওয়া চরম দূভোর্গে রয়েছেন ঐ এলাকার জনসাধারন। ফলে এলাকার জনসাধারন এসব সড়ক পথে যানবাহনে কিংবা পাঁয়ে হেঁটে চলাচলের সময় সমস্ত শরির ও নিঃশ^াসে ধুলাবালি প্রবেশ করছে। এ সমস্যাকে এলাকার মানুষ একটি দূর্ভোগ বলে আখ্যায়িত করেছেন। রানীগঞ্জ-হলিকোনা সড়কে ধুলার জন্য সড়কের আশ-পাশের বসতবাড়ির মানুষ ও পথচারিরা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। যানবাহন চলাচলের সময় এসব ধুলাবালি মানুষের বসত ঘরে প্রবেশ করে থাকে। রানীগঞ্জ-হলিকোনা রাস্তাটি নিয়ে সোম ও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভোক্তভোগী সচেতন জনসাধারন রাস্তার ছবিসহ মোবাইলে আপলোড করে ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা জানান, রানীগঞ্জ-হলিকোনা রাস্তাটি সিসি করনের জন্য গত বছর স্বজনশ্রী গ্রামের বাচ্ছু মিয়ার বাড়ি হতে ব্রিজ পর্যন্ত মাটি সরিয়ে বক্্র করে থাকে। কিন্তু আজ পর্যন্ত রাস্তাটি পাকা করন না হওয়ায় আগামি বর্ষা মৌসুমে চলাচলে অনুপযোগী হয়ে পড়বে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, গত বছর রাস্তাটি সিসি করনের জন্য এলজিএসপির একটি প্রকল্প বরাদ্ধ দেয়া হয়। কিন্তু অদৃশ্য কারনে আলোর মূখ দেখেনি। এ ব্যাপারে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here