মোবাইল এসএমএসে জানা যাবে ভোটকেন্দ্রর তথ্য

0
439

খবর ৭১:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য শর্ট মেসেজ সার্ভিস এসএমএস ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহানগর এলাকার বাসিন্দারা পাবেন বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি আজ শনিবার দুপুর ১টার পর থেকে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন। এ সংক্রান্ত একটি এসএমএস অনেক ভোটারকেই পাঠানো হয়েছে।

যেভাবে এসএমএস করবেন-
যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে এ গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এর স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্মসাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে।
যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে সেন্ড করতে হবে ১০৫ নম্বরে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here