খবর৭১ঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) সকাল থেকে বিক্রি শুরু হয়। এদিন বরিশাল, পুটয়াখালী, ঝালকাঠি, ভোলাসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা আগামী ১৫ আগস্টের টিকিট বুক করতে পারবেন। টিকিট হাতে পাবেন যাত্রার দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির। তিনি জানান, লঞ্চ মালিকদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা জানিয়েছে শুক্রবার (আজ) থেকে লঞ্চের কেবিনগুলোর আগাম টিকিট বুকিং নেবে। আজ ১৫ তারিখের টিকিট বুকিং নেওয়া হবে।
খবর৭১/এসঃ