খবর ৭১ঃনিরাপদ সড়কের দাবিতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী। তাদের অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানায়।
খবর ৭১/ইঃ