জয়পুরহাটে বৃক্ষ মেলা উদ্বোধন

0
338

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাটঃ

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা”এই স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, পরিবেশ সংরক্ষণ ও আর্থিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে শুরু হয়েছে দশ দিনব্যাপী ফলদ ও বনজ বৃক্ষ মেলা।
এ উপলক্ষে আজ রবিবার সকালে রামদে ও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ওই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়, আঞ্চলিক বন কর্মকর্তা জিল্লুর রহমান আকন্দ, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।
মেলায় বিভিন্ন নার্সারীর সমন্বয়ে ফলদ, বনজ ও ঔষধী গাছের মোট ৩১টি ষ্টল বসানো হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here