এনবিআরে ঢুকতে বাধা, গেটের বাইরে আন্দোলনকারীদের অবস্থান

0
27

এনবিআরে ঢুকতে বাধা, গেটের বাইরে আন্দোলনকারীদের অবস্থানএনবিআর কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের। এর প্রতিবাদে এনবিআর কার্যালয়ের গেটের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

সেখান থেকেই আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের পর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে প্রধান ফটকের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারা বাইরেই অবস্থান করছিলেন। আর যেসব কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে অবরুদ্ধ ছিলেন তারা ভেতরেই রয়েছেন।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেছেন, ঐক্য পরিষদের সভাপতি ও অন্যান্য নেতাদের এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আলোচনা করে সমাধান করা হবে! এটা দ্বিমুখী আচরণ।

ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, অর্থ উপদেষ্টা ডাকার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আলোচনায় বসব। আমরা আইন মেনে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমার অফিসে আমি কেন ঢুকতে পারব না? আমরা কোনো প্রকার দাঙ্গা-হাঙ্গামা করিনি। আমরা আলোচনাও প্রত্যাখ্যান করিনি। প্রকৃত বিষয় হচ্ছে, আমাদের আলোচনায় ডাকাই হয়নি। আজ ডাকা হয়েছে কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের। কিন্তু প্রতিনিধি মনোনয়ন দেন প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান।

এ অবস্থার মধ্যেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী ২৮ জুন থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here