জামায়াত ও ইশরাক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

0
38

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন, প্রতীক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০১ জুন) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জামায়াতের নিবন্ধন দিতে আদালতের রায় এসেছে, আপনারা কী করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ পাইনি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য সে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ইসি সচিব বলেন, ‘জামায়াতের প্রতীকের ব্যাপারে আইনগতভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার থাকে না।’

ইশরাকের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন আদালত- আপনারা কী ভাবছেন- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ইশরাকের ব্যাপারের মাননীয় আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পাইনি। কিছু পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘আমি আবারও বলছি, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারব না। আমরা কাগজটা পাওয়ার পর পর্যবেক্ষণ দিতে পারব।’

আজ ইশরাকের মেয়র পদে শেষ দিন- এমন বিষয় উত্থাপন করা হলে ইসি সচিব বলেন, ‘এই ব্যাপারেও আমার একই কথা, যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছি ততক্ষণ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।’

তিনি বলেন, ‘কোন দিকে বিষয়টা গড়াবে সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সে এখতিয়ার আছে। কাগজ না পেলে কী করে নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here