গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

0
28

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে র‌্যালি করছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিতে নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই ঢাকার দুই মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন, এর আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন। র‌্যালি শুরুর আগে পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়।

bnp-3র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নেতাকর্মীরা র‌্যালিতে হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দেন।

bnp-2দলটির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থায়।

এদিকে র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় নয়াপল্টনের কার্যালয়ের সামনে খোলা ট্রাকের ওপর। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here