দ্বিতীয় দফায় ইসরায়েলের ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস

0
28

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দ্বিতীয় দফায় মুক্তি দিয়েছে চারজন ইসরায়েলি নারী সেনাকে। গাজায় রেডক্রসের হাতে তুলে দেওয়া ওই সেনাদের শনিবার ইসরায়েলে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা।

ইসরায়েলি সেনাদের মুক্তি পেতে দেখতে পেয়ে ওই চার জিম্মিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে উপস্থিত করা হয়। অনুষ্ঠানটিতে তাদের হাস্যোজ্জ্বল চেহারা এবং আনন্দ প্রকাশ করতে দেখা যায়। হামাস এবং ইসলামিক জিহাদের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পরে রেডক্রস তাদের হাতে তুলে দিলে, তারা ইসরায়েলের দিকে যাত্রা শুরু করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা থেকে মুক্তি পাওয়া ওই সেনারা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছেন, যা ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজায় ১৫ মাসের যুদ্ধের অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই চার সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে।

মুক্তিপ্রাপ্ত সেনাদের মধ্যে কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ অন্তর্ভুক্ত। এই চার নারী সেনাকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাস যোদ্ধারা আটক করে।

হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল শনিবার আরও ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে হামাস যোদ্ধাও রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here