আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি শিক্ষার্থীদের

0
28

কোটাবিরোধী আন্দোলনে শেখ হাসিনা খুনের নির্দেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার এই নির্দেশে দেশে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। এজন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ডাকা এক ছাত্র বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বক্তব্য অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আকতার হোসেনের বক্তব্যে শেখ হাসিনার বিচারের দাবি উঠে আসে।

আকতার হোসেন বলেন, ‘হাসিনা বিদায় হয়েছে, কিন্তু তার মনের ফ্যাসিজম বিদায় হয়নি। এখনো বিদেশে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা তার সব ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে অমুসলিম ভাই বোনেরা আছে তাদের ওপর হামলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জীবন বাজি রেখে হলেও আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকব, তবু এ আন্দোলনের ফসল আমরা নষ্ট হতে দেব না।’

সারজিস আলম বলেন, ‘আপনাদের বেশ কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা ৫ আগস্ট স্বৈরাচার সরকার তাড়ানোর পর ৬ তারিখ থেকে কিছু কুচক্রি মহল বিভিন্ন ক্যু সৃষ্টির পাঁয়তারা করছে। সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু সৃষ্টির পাঁয়তারাকে ছাত্রজনতা রুখে দিয়েছে। এখনো একটি মহল বাংলাদেশের রক্তের ওপর দিয়ে আসা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। ভাড়া করা সন্ত্রাসী দিয়ে মন্দির সংখ্যালঘুদের উপসানালয়ে হামলা করে প্রতিবিল্পবের সৃষ্টি করতে চাচ্ছে। বিদেশি শত্রুদের মদদে সাবেক স্বৈরাচার সরকারের সেই অপচেষ্টাকে দেশের ছাত্রজনতা রুখে দেবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।’

হাসনাত বলেন, ‘ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারিত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না।’

এ সময় তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করতে হবে। একই সাথে তার দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here