বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ বন্ধে অ্যামনেস্টির আহ্বান

0
51

খবর ৭১: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক অন্তর্বর্তীকালীন আঞ্চলিক পরিচালক স্মৃতি সিংহ এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোতে আরও সহিংতা ও অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে নাগরিকদের অধিকার লঙ্ঘনের হুমকিও বাড়ছে।

বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি সংযত থাকার আহ্বান জানাচ্ছে। বেশি প্রয়োজন হলেই কেবল ন্যূনতম শক্তি প্রয়োগ করা যেতে পারে। কোনোভাবেই সমাবেশ ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ও রাবার বুলেট ব্যবহার করা যাবে না।

সহিংসতায় উদ্বেগ জানিয়ে অ্যামনেস্টি আরও বলেছে, নির্বাচনের সময় ও আগে-পরে মানবাধিকার পরিস্থিতি জটিল হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here