সৈয়দপুরে দুই দাখিল পরীক্ষার্থী বহিস্কার

0
138

সৈয়দপুর প্রতিনিধি :
সৈয়দপুরে পরীক্ষায় অসুদাপায় অবলম্বনের দায়ে দাখিল পরীক্ষার (এসএসসি সমমান) দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবি ১ম পত্রের পরীক্ষা দিতে আসা ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্র সচিব ও সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আহমদ আলী সরকার। সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে ওই পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এসময় কেন্দ্রের একটি কক্ষ পরিদর্শনকালে
ওই কক্ষের দুই পরীক্ষার্থীকে অসুদাপায় অবলম্বনের মাধ্যমে পরীক্ষা দিতে দেখেন তিনি। সাথে সাথে তিনি ওই দুই পরীক্ষার্থীকে বহিস্কার করেন। বহিস্কৃত দুই পরীক্ষার্থীর একজন হলেন হাজারিহাট আলিম মাদরাসার ছাত্রী ও অপরজন আসমতিয়া দাখিল মাদরাসার ছাত্র।

কেন্দ্র সুত্র জানায়, এবারের সৈয়দপুর উপজেলার ১৬টি দাখিল মাদরাসার ৩৭৪ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষা দিয়েছে ৩৫২ জন।
অনুপস্থিত রয়েছে ২২ জন। মঙ্গলবার দুইজন বহিস্কারের মধ্য দিয়ে অনুপস্থিতির সংখ্যা দাড়িয়েছে ২৪ জনে।
বুধবার অনুষ্ঠিত হবে আরবি ২য় পত্রের পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here