ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানে তুরস্কের সম্মতি

0
144

খবর ৭১: সর্বসম্মতিক্রমে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান মেনে নিয়েছে তুরস্কের পার্লামেন্ট। অর্থাৎ ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের আর কোনো বাধা নেই।

গত সপ্তাহে হাঙ্গেরির পার্লামেন্ট সবুজ সংকেত দিয়েছিল। ৩০ সদস্যের ন্যাটোয় কেবলমাত্র বাকি ছিল তুরস্ক।

তুরস্ক তাদের পক্ষে ভোট না দিলে ন্যাটোয় যোগদান অসম্ভব ছিল ফিনল্যান্ডের। কারণ, নিয়ম অনুযায়ী নতুন কোনো দেশকে ন্যাটোতে যোগ দিতে হলে সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

তুরস্ক শেষ দেশ হিসেবে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে অনুমতি দিলো।

ফিনল্যান্ডকে নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিল তুরস্ক। প্রায় এক বছর ধরে আলোচনার পর এই মাসের গোঁড়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আশ্বাস দিয়েছিলেন যে, ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে তাদের আর কোনো আপত্তি নেই।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর ন্যাটোতে যোগ দেওয়ার আগ্রহ দেখায় ফিনল্যান্ড। দেশটির সঙ্গে রাশিয়ার ১৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here