বীরগঞ্জের আটাইশ মাইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0
130

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ২৮মাইল এলাকায় মত বিনিময় সভা অনুষ্ঠিতন হয়েছে।

সোমবার বিকালে নাঈম এগ্রোর প্রোঃ মোঃ আল ইমরান এর আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসওয়া এগ্রো লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আরিফ আজাদ প্রিন্স, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ রোকনুজ্জামান বিপ্লব,উপ-সহকারী কৃষি অফিসার,কাশেম আলী প্রমুখ।

বক্তারা, স্থানীয় কৃষকদের উপস্থিতিতে বলেন, বিষ মুক্ত সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষে সকলকে এক যোগে কাজ করার পরামর্শ প্রদান করেন। সেইসাথে রপ্তানিযোগ্য কৃষি পন্য উৎপাদন, পরিবহন, বন্টনের মাধ্যমে কৃষকের পন্যর নায্য মূল্য নিশ্চিত করারও কথা বলেন বক্তারা।
পরে সরেজমিনে সবজীর ক্ষেত পরিদর্শন করেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here