চার অঞ্চল নিয়ন্ত্রণে কোনো ছাড় দেবে না রাশিয়া

0
111

খবর৭১ঃ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল, মস্কো থেকে বলেছেন, রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে সেগুলো পূর্ণ নিয়ন্ত্রণে তারা বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনো ছাড় দেবে না।

এ চারটি অঞ্চলের সেসব স্থান ইউক্রেনের সেনারা পুনর্দখল করেছে বা রুশ সেনারা যেসব স্থান দখল করতে পারেনি সেগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় রাশিয়ার কর্মকর্তারা।

আল জাজিরার সাংবাদিক ভল বলেছেন, প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেছেন, খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক এবং লুহানেস্ককে তিনি ‘স্বাধীন’ করবেনই।

মোহাম্মদ ভল আরও বলেছেন, মজার ব্যাপার হলো, রাশিয়া যখন খেরসন ও জাপোরিঝিয়াকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করে তখন তারা নির্দিষ্ট কোনো সীমান্তের কথা বলেনি, তাছাড়া এগুলোর সীমানা কোথায় শেষ হয়েছে এটিও উল্লেখ করেনি তারা। ফলে এ চারটি অঞ্চলে অন্যরকম পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here