আট বছর পর ‘ভারত-বাংলাদেশবিহীন’ ফাইনাল আজ

0
172

খবর৭১ঃ এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান-শ্রীলংকা৷ এবারের আসরের সুপার ফোরের দুটি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় শ্রীলংকা-পাকিস্তান মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

দুই ম্যাচ বাকি থাকতে পাকিস্তান-শ্রীলংকা ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিদায় নিশ্চিত হয়ে যায়।

তার আগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সর্বশেষ আসরের রানার্সআপ বাংলাদেশ।

এর ফলে এবার নতুন দুটি দলের মধ্যে হতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লড়াই। তাও সেটি আট বছর পর।

কারণ এর আগের টানা দুটি আসরের (২০১৬ ও ২০১৮ সালে) ফাইনালেই খেলেছিল ভারত-বাংলাদেশ। এরমধ্যে দুইবারই শিরোপা জিতেছিল ম্যান ইন ব্লুরা৷

২০১৮ সালের পর ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সেবারের আসরটি বাতিল হয়ে যায়। সেই হিসেবে দীর্ঘ ৪ বছর পর ফের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here