রুশ সেনাদের বিরুদ্ধে সাফল্যের দাবি ইউক্রেনের

0
159

খবর৭১ঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেন দক্ষিণ দিকে যে পাল্টা আক্রমণ শুরু করেছে, তা ব্যর্থ হয়েছে।

তবে রুশ মন্ত্রণালয়ের এ দাবির বিপরীত দাবি করেছে ইউক্রেন।

খেরসনের আঞ্চলিক কাউন্সিলের ডেপুটি প্রধান ইউরি সোবোলেভস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা খেরসন, বারইসলাভ এবং কাখোভগায় ভালো সাফল্য পেয়েছে।

তবে ইউরি সোবোলেভস্কি তার দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি।

এর আগে নিজেদের প্রতিদিনের ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেনের সেনারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তাদের বিপুল পরিমাণ সামরিক যান ও অস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।

তারা বলেছে, গত দুইদিনে রুশ সেনারা ইউক্রেনের তিনটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তাছাড়া ইউক্রেন গত আড়াই দিনে দক্ষিণ দিকের মাইকোলাইভ-কিরিভ অঞ্চলে চারটি যুদ্ধবিমানও হারিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার তাদের গোয়েন্দা তথ্যে জানিয়েছে, ইউক্রেনের সেনারা খেরসনে কিছু সাফল্য পেয়েছে। তারা সম্মুখভাগের কিছু অঞ্চল থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেগুলো পুনর্দখল করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here