করোনা শনাক্ত ৯৩, মৃত্যু শূন্য

0
200
করোনা

খবর ৭১: গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৭০ জন। ৯৩ জনের মধ্যে রাজধানীতেই ৪৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৫২ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩১৫ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২৭৩ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ১১১ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৫০টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭১২ জন এবং নারী ১০ হাজার ৬০৩ জন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৬ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী শনাক্ত হয়েছন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here