রেকর্ড গড়ার পর স্বর্ণের দাম কমল

0
158

খবর৭১ঃ রেকর্ড মূল্যবৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২৭৫ টাকা কমানো হয়েছে।নতুন দাম আগামীকাল (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

সর্বশেষ গত ৭ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৯৮৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল।এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দামে ইতিহাসে সর্বোচ্চ ৮৪ হাজার ৩৩১ টাকায় রেকর্ড গড়ে।

এবার দাম কমায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৮২ হাজার ৫৬ টাকা। ২১ ক্যারেটের ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে ৫৫ হাজার ২৮৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here