প্রথমবারের মতো চীনকে নিয়ে যে ঘোষণা দিল ন্যাটো

0
187

খবর৭১ঃ বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটো চীনকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে।

‘পরবর্তী দশকে’ কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হবে এ নিয়ে একটি নথি তৈরি করেছে ন্যাটো। এটি সদস্যভুক্ত সবগুলো দেশ অনুমোদন দিয়েছে।

সেই নথিতেই উল্লেখ করা হয়েছে চীন তাদের জন্য হুমকি।

আর এর মাধ্যমে চীনকে প্রথমবারের মতো নিজেদের জন্য হুমকি হিসেবে ঘোষণা দিয়েছে ন্যাটো।

ন্যাটো বলেছে, চীনের লক্ষ্য এবং তাদের দমনমূলকনীতি ন্যাটোর স্বার্থ, নিরাপত্তা এবং মূল্যায়নের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

চীনকে নিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, চীন তাদের সামরিক শক্তির পরিধি বৃদ্ধি করছে, যার মধ্যে রয়েছে নিউক্লিয়ার অস্ত্রও, তারা প্রতিবেশী দেশগুলোকে উত্তক্ত্য করছে, তাইওয়ানকে হুমকি দিচ্ছে, অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজেদের জনগণের উপর নজরদারি এবং নিয়ন্ত্রণ করছে এবং রাশিয়ার মিথ্যাচার ও ভুয়া তথ্য প্রচার করছে।

তিনি আরও বলেন, চীন আমাদের প্রতিপক্ষ না। কিন্তু তারা যেসব হুমকির কারণ হচ্ছে সেগুলো নিয়ে আমাদের চোখ খোলা রাখতে হবে।

এদিকে এর আগে নিজেদের নথিকে ‘ন্যাটোর সবচেয়ে বড় হুমকি’ হিসেবে রাশিয়াকে উল্লেখ করে জোটটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here