রাশিয়ার বাণিজ্যকেন্দ্রে আগুন, আহত ২

0
146

খবর৭১ঃ রাশিয়ার রাজধানী মস্কোর বাণিজ্যকেন্দ্র গ্র্যান্ড সেতুন প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও রয়টার্সের।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ১০ তলা ওই ভবনটির ভিতরে ১৫ থেকে ২০ জন মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

এরইমধ্যে সেখান থেকে ১২৫ জনকে জরুরি বিভাগের লোকজন উদ্ধার করেছে।

দেশটির মিনিস্ট্রি অব ইমারজেন্সি সিচুয়েশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, মস্কোর ওই বাণিজ্যকেন্দ্র থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

ভবনের পাঁচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন শুরুর পর যে সব ব্যক্তি ভবন থেকে বের হতে পারেননি তাদেরকে ষষ্ঠ ও সপ্তম তলায় এবং ছাদে সরিয়ে নেয়া হয়।

ভয়াবহ এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয় এবং কয়েকশ ফায়ারফাইটার নিযুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে সকাল দশটার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। তবে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না সরকার। ইউক্রেনের সঙ্গে যখন রাশিয়ার সামরিক সংঘাত চলছে তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here