রাশিয়ার তেল-গ্যাস-বিদ্যুৎ আমদানি বন্ধ করছে এই দেশ

0
171

খবর৭১ঃ
রাশিয়ার কাছ থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানি রোববার থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে লিথুয়ানিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, প্যান-ইউরোপিয়ান পাওয়ার এক্সচেঞ্জ নর্ড পুল বাল্টিক রাজ্যে তার একমাত্র আমদানিকারক রাশিয়ান ইউটিলিটি ইন্টারের (আরএও) সঙ্গে রাশিয়ান বিদ্যুতের লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার অর্থ দেশটি রাশিয়া থেকে আর কোনো শক্তি আমদানি করতে পারবে না।

এ ব্যাপারে লিথুয়ানিয়ার জ্বালানি মন্ত্রী ডাইনিউস ক্রেইভিস বলেন, জ্বালানি স্বাধীনতার দিকে যাত্রায় এটি শুধুমাত্র লিথুয়ানিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক নয়, এটি ইউক্রেনের সঙ্গে আমাদের সংহতিও প্রকাশ।

এদিকে, লিথুয়ানিয়ার এই ঘোষণার প্রশংসা করেছেন ইউক্রেনের পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার ওলেক্সান্ডার কর্নিয়েঙ্কো।

কর্নিয়েঙ্কো রোববার তার টুইটারে লিখেছেন, লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ান গ্যাস, তেল এবং বিদ্যুৎ আমদানি বন্ধ করে দিয়েছে। রাশিয়ান শক্তির সংস্থান থেকে কীভাবে স্বাধীনতা অর্জন করা যায় তা অন্যান্য মিত্রদের জন্য একটি চমৎকার উদাহরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here