ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে, জেলেনস্কির সতর্কতা

0
155

খবর৭১ঃ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে। এমন সতর্কতা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

বুধবার ফ্রান্সের সাইন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হন জেলেনস্কি। সেখানেই তিনি জানান এমন কথা।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যত দিন যাচ্ছে ততই বুচার মতো নৃশংস ঘটনাগুলো সামনে আসছে। আর এগুলো দেখে ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে। তারা শান্তি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছেন।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আমরা এ আলোচনা করতে প্রস্তুত আছি যতক্ষণ না পর্যন্ত খুব বেশি দেরি হয়ে যায়।

তিনি আরও বলেন, কিন্তু যতই নতুন বুচা, নতুন মারিউপোল, নতুন শহরে যেখানে অনেকে নিহত হয়েছেন, ধর্ষণের ঘটনা, নতুন নৃশংসতা সামনে আসছে। আর ততই আমাদের আলোচনা করার ইচ্ছা ও সম্ভাবনা অদৃশ্য হয়ে যাচ্ছে। এমনকি কূটনৈতিকভাবেও এ ইস্যু সমাধানের সম্ভাবনাও কমে আসছে।

জেলেনস্কি ফ্রান্সের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার আগেই তিনি ইউক্রেনের অঞ্চলগুলো নতুন করে গড়ে তুলবেন যা রাশিয়ার ধারণারও বাইরে।

জেলেনস্কি এ ব্যাপারে বলেছেন, যখন আমাদের অঞ্চলগুলো পুনরুদ্ধার করব তখনই সেটি শেষ করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here