কিয়েভে মিসাইল হামলা চালিয়ে বিশ্বনেতাদের যে বার্তা দিলেন পুতিন

0
234

খবর৭১ঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয়েছে দাবি করেছে রাশিয়া। যদিও শুধু সামরিক স্থাপনা বিশেষত মিসাইল কারখানায় এই হামলা চালানো হয়েছে বলে মস্কো দাবি করেছে।

গত ১৪ এপ্রিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবির পর ইউক্রেনের রাজধানীতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো।

বৃহস্পতিবার রাতে রাশিয়া যে অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে সেখানে নেপচুন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। আর ওই নেপচুন ক্ষেপণাস্ত্রই মস্কভা মিসাইল ক্রুজারে আঘাত হেনেছিল বলে দাবি করেছিল ইউক্রেন। তাই ওই মিসাইল কারখানায় হামলাকে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে পুতিন জানতেন জাতিসংঘের মহাসচিবের সফরের সময় কিয়েভকে আঘাত করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন।

পুতিন বিশ্বের হর্তাকর্তা এবং সংস্থাগুলোকে এই বার্তাই দিতে চান যে, তিনি তাদের মোটেই পাত্তা দিতে চান না।

পুতিন তাদের এটাই বোঝাতে চান যে তিনি যা চান তাই করবেন। এবং তাকে থাকানোর ক্ষমতা কারো নেই। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here