অনাস্থা ভোট নিয়ে ধোঁয়াশা, পার্লামেন্টে চরম হট্টগোল

0
191

খবর৭১ঃ ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের স্থানীয় সময় শনিবার রাত ৮টায় অনাস্থা ভোট হওয়ার কথা জানিয়েছিল দেশটির গণমাধ্যমগুলো।

তবে এ সময়ে ভোট হয়নি। জাতীয় পরিষদের স্পিকার ফের বিরতি দিয়েছেন। স্পিকার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ফের অধিবেশন শুরু করার সময় ঠিক করে দিয়েছেন।

এর মাধ্যমে শুধু শনিবারই চার বার বিরতি দিয়েছেন স্পিকার।

আর এমন ঘোষণার পর শনিবার ভোট আয়োজন নিয়েই ধোঁয়াশা দেখা দিয়েছে।

গণমাধ্যম জিও নিউজের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট হবে না। যদিও এর সত্যতা যাচাই করতে পারেনি কেউ।

বিরতি দেওয়ার ঘোষণা দেওয়ার আগেই ভোট আয়োজনের জন্য হইচই শুরু করেন ইমরান খানের বিরোধী দলের নেতারা।

কিন্তু তাদের কথায় কোনো কান না দিয়ে স্পিকার বিরতির ঘোষণা দেন। এ ঘোষণার পরই চরম হট্টগোল শুরু করেন তারা।

স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে ভোট আয়োজন করার দাবি জানাতে থাকেন।

এদিকে এর আগে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার আসাদ কায়সার।

গণমাধ্যমটি জানিয়েছে, বিরোধী দলের নেতা ও সদস্যদের কাছে স্পিকার বলেছেন, তিনি অনাস্থা ভোট আয়োজন করবেন না। যদিও এ ব্যাপারে কোনো অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জিও নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্পিকার বিরোধী দলের নেতাদের সঙ্গে জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে তার ৩০ বছরের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে ইমরান খানের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। ফলে তিনি অনাস্থা ভোট আয়োজন করতে দিতে পারবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here