২৪ ঘণ্টায় শনাক্ত ৭২, মৃত্যু ২

0
184

খবর৭১ঃ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় (২৯ মার্চ সকাল ৮টা থেকে ৩০ মার্চ সকাল ৮টা) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৮৭৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, গত এক দিনে ৮ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৭২ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন।

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৭৬ জন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

এদিকে গত এক দিনে করোনায় নতুন দুজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনে দাঁড়াল।

দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here