প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩১ মার্চ

0
489

খবর ৭১:‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াই শেষ। তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। সাদা বলের লড়াই শেষে বাংলাদেশের সামনে এখন লাল বলের লড়াই। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৩১ মার্চ।

এই সিরিজের আগে ব্যাটে-বলে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটাররা। গত কয়েকদিন ধরে কেপটাউনে ক্যাম্প করেছেন টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এর মধ্যে নিজেদের ব্যাটিং অনুশীলনের পাশাপাশি বোলিংয়েও কিছুটা নজর দিচ্ছেন ব্যাটাররা। যাতে করে কয়েক ওভার হাত ঘুরিয়ে বোলাদের সাহায্য করতে পারেন তাঁরা। যেমনটা জানিয়েছেন, দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

অনুশীলনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান তাঁরা। শান্ত বলেন, ‘সবার যেটা চাওয়া যে, আমরা যদি টেস্ট ম্যাচে ৫ ওভার ১০ ওভার করে অবদান রাখতে পারি, তাহলে আমাদের দলের জন্য ভালো। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। এ জন্য প্রতিদিন অনুশীলনে বোলিংটা করছি। এটা সিরিয়াসলি করার চেষ্টা করতেছি, যদি এখান থেকে দলের জন্য কিছু অবদান রাখতে পারি তাহলে দল লাভবান হবে।’

বোলিং নিয়ে শান্তর উপলব্ধি হলো, ‘বোলিংয়ে উপলব্ধি বলতে এর আগে বেশ সিরিয়াস ছিলাম যে তা না, আমি বলব যে ৬-৭ মাস ধরে বোলিং নিয়ে কাজ করছি। রঙ্গনা ভাল কাজ করছে, সঙ্গে অধিনায়ক সহযোগিতা করছে।’

এ ছাড়া প্রস্তুতি নিয়ে তরুণ এই ক্রিকেটার বলেন, ‘প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। ওয়ানডে খেলতে পারিনি, কিন্তু ওখানে (কেপটাউনে টেস্ট দলের সঙ্গে) ব্যাটিং নিয়ে কাজ করেছি। টেস্ট ম্যাচের আগে আমরা অলমোস্ট ৬-৭ দিন সময় পেয়েছি। এখনো আমাদের হাতে দুই দিন সময় আছে। আশা করছি এই দুই দিনে আমরা অনেকটা ভালোমতে প্রস্তুত হতে পারব।’

আগামী বৃহস্পতিবার ডারবানের কিংসমিডে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৭ এপ্রিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here