এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল সৌদি জোট

0
193

খবর৭১ঃ ইয়েমেনি হুতি বিদ্রোহীদের হামলার পরই সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও হোদেইদায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

শনিবার ভোরে এ হামলা চালানো হয় বলে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এক টুইটবার্তায় জানায়। খবর রয়টার্সের।

জোটের এক বিবৃতির বরাত দিয়ে এসপিএ জানায়, বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষা করার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট এবং ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করে।

শুক্রবার রাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here