আরেকটি যুদ্ধের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: ফখরুল

0
228

খবর ৭১: জনগণের ঐক্য গড়ে তুলে আরেকটি যুদ্ধের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে ও নিরপেক্ষ কমিশনের মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ও শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করা হয়েছে। ৫০ বছর পরও স্বাধীনতার মূল যে ভিত্তি তা পুনরুদ্ধারে লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, যে চেতনা আর আদর্শে মুক্তিযুদ্ধ হয়েছিলো, ঠিক সেভাবেই আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। দুর্নীতির মাধ্যমে দেশকে নরকে পরিণত করা হয়েছে।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে বলেও মন্তব্য করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here