বুস্টার ডোজের বয়সসীমা কমল

0
207

খবর৭১ঃ বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ৫০ বছর বয়সিদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

এদিকে রোববার দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। নতুন রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা একদিনে ৫১ শতাংশের বেশি বেড়েছে। আর শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ২২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here