টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা

0
298

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আয়োজন করা কাওয়ালি আসরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলার কারণে টিএসসিতে আয়োজিত কাওয়ালি গানের অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসির পায়রা চত্ত্বর এলাকায় ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন অনুষ্ঠানটির আয়োজকরা।

বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

টিএসসির পায়রা চত্বরে বুধবার সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কিছু ছাত্র অনুষ্ঠানস্থলে হাজির হয়ে অতর্কিত হামলা চালায়। তারা এ সময় মঞ্চ ভাঙচুর করলে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

হামলায় মাহফিলে আসা শ্রোতা-দর্শক, আয়োজক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

অনুষ্ঠানে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের কাওয়ালি সংগীত পরিবেশন করার কথা ছিল। এ ছাড়া মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীতশিল্পী শেখ ফাহিম ফয়সালেরও গান গাওয়ার কথা বলা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here