তালায় নতুন বই বিতরণ

0
327

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব না হলেও নতুন বই বিতরণ হয়েছে। সারাদেশের ন্যায় শনিবার (১ জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানে এই বই বিতরণ করা হয়। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৫৫ হাজার বই মধ্যে ৮০শতাংশ এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৬০ হাজার বই বিতরণ করা হয়।
এদিন সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন প্রমূখ।

যুবলীগের তালার খলিলনগর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরা তালা উপজেলা ১২ নং খলিলনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। একই সাথে ২ নং নগরঘাটা ইউনিয়ন, ৯ নং খলিষখালি ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রার্থী হওয়ার ইচ্ছুক তাদের আগামী ৭ কর্ম দিবসের মধ্যে রাজনৈতিক পরিচয় পত্র জমা দিতে বলা হয়েছে। তালা উপজেলা সভাপতি সরদার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তালায় ৫টি মসজিদে একইসাথে চুরি সংগঠিত

সাতক্ষীরার তালায় ৫টি মসজিদে একইসাথে চুরি সংগঠিত হয়েছে। এসময় মসজিদের গ্রিল কেটে দানবাক্স, মাইকের ব্যাটারি, সোলারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের পাঁচটি মসজিদে এসব চুরির ঘটনা ঘটে।
খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের আবু হাসান সরদার জানান, উত্তর শাহাজাতপুর বায়েজিদ পাড়া জামে মসজিদ, সানা পাড়া জামে মসজিদ, মোড়লপাড়া জামে মসজিদ, জোয়াদ্দার পাড়া জামে মসজিদ ও পাশ্ববর্তী ডুমুরিয়া জামে মসজিদের গ্রীল কেটে দানবাক্সের টাকা, ব্যটারি, সোলার, ঘড়িসহ বেশকিছু মুল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বছরের শুরুতে এমন ঘটনায় এলাকাবাসী হতবাক।
বায়েজিদ পাড়া মসজিদের মুয়াজ্জিন মো. হাবিবুর রহমান জানান, এশার নামাজের পর মসজিদ বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। ফজরের আযান দিতে এসে দেখে মসজিদের গ্রীল কেটে দানবাক্স ও মসজিদের মাইকের ব্যটারি নিয়ে গেছে চোরেরা। খেশরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল ঘটনার সতত্যা নিশ্চীত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঁচটি মসজিদ পরিদর্শন করেছে। চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here