ভিএফএস গ্লোবাল ও ভার্সেটাইলো গ্রুপের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

0
532

খবর ৭১: দুবাইয়ে বুধবার(২৮ ডিসেম্বর) ভার্সেটাইলো গ্রুপ ও ভিএফএস গ্লোবালের সাথে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ভার্সেটাইলো গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড.কামরুল আহসান এবং ভিএফএস গ্লোবালের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন মধ্যপ্রা্চ্য আঞ্চলিক প্রধান অশ্বিন বলসে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর হাসান মাহমুদ ভার্সেটাইলো গ্রুপ,সংযুক্ত আরব আমিরাতের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ভিএসএফ গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবুদ্ধ সেন ।


উল্লেখ্য ভিএফএস গ্লোবাল ভিসা ও পাসপোর্ট সার্ভিসে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। বর্তমানে ১৪৩ টি দেশে মোট ৩৫১৮ ভিসা সেন্টার পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য দাঁড়িয়েছে ১৭ হাজার কোটি টাকা। ভার্সাটিলো গ্রুপ ও ভিএফএস গ্লোবালের মধ্যকার সমঝোতা চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটি বিশ্বের বিভিন্ন দেশের ই- পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কন্সুল্যার সেবা ও প্রযুক্তি নিয়ে ব্যবসা পরিচালনা করবে।সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড.কামরুল আহসান বলেন, আমি বিশ্বাস করি আজকের এই চুক্তির ফলে বাংলাদেশের প্রবাসীরা আরো উন্নত সেবা পাবে। সেই সাথে তাদের ভোগান্তিও কমে আসবে। প্রতিষ্ঠান দুটির সাফল্য কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here