শনাক্তের হার বেড়ে ২.১৬ শতাংশ, মৃত্যু ১

0
253

খবর৭১ঃ দেশে করোনাভাইরাস শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে গেলেও তা আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে এই হার দাঁড়িয়েছে ২.১৬ শতাংশে। এর আগের দুই দিন এই হার ছিল যথাক্রমে ১.৫৭ ও ২.০১ শতাংশ। গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। আর মৃত্যু হয়েছে একজনের।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬১ জনের। আর ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। করোনা থেকে সুস্থ মোট রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া একজন নারী। তিনি ঢাকা মহানগরীর বাসিন্দা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here