ওমিক্রন ঠেকাতে তেমন কাজে আসে না কাপড়ের মাস্ক!

0
218

খবর৭১ঃ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে রঙিন, ফ্যাশনেবল এবং পুনর্ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক অকার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একাধিক উপকরণের মিশ্রণে তৈরি দুই বা তিন স্তরের মাস্কগুলো ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হতে বলেই তাদের মত।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের অধ্যাপক ট্রিশ গ্রিনহালঘ বলেন, বেশির ভাগ কাপড়ের মাস্ক কেবলই ফ্যাশনের জন্যই তৈরি। সংক্রমণ রুখতে মাস্কে কোন ফ্যাব্রিক ব্যবহার করা হয় তার ওপর অনেক কিছুই নির্ভর করে।

গ্রিনহালঘের মতোই ওমিক্রনের বিস্তার রোধে কাপড়ের মাস্ক কোনো কাজের নয় বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের চিকিৎসা বিশ্লেষক ড. লিয়ানা ওয়েন। শনাক্ত হওয়ার পর দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের সংক্রমণের বিস্তার রোধে তিন স্তরের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এ অধ্যাপক।

কাপড়ের মাস্কের কার্যকারিতা নিয়ে মাঠ পর্যায়ে তেমন কোনো গবেষণা হয়নি জানিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক ফেলো অ্যাশলি স্টিকজিনস্কি সম্প্রতি ব্লুমবার্গকে বলেছিলেন, একাধিক ল্যাবরেটরিতে মাস্কে ব্যবহৃত বিভিন্ন কাপড়ের জীবাণু আটকানোর সক্ষমতা পরীক্ষা করে ভালো ফল আসেনি। দেখা গেছে কাপড় বা ফ্যাব্রিক অ্যারোসল আকারের বস্তুকণার মাত্র ১০ থেকে ৩০ শতাংশ ঠেকিয়ে দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here