৯৫ শতাংশ বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে

0
403

খবর৭১ঃ বই ছাপা শেষ এখন বাঁধাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধির কারণে এবারও বই উৎসব করা সম্ভব হবে না। ১ জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না। তবে ৯৫ শতাংশের বেশি বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বাকি বই ৭ জানুয়ারির মধ্যে পৌঁছে যাবে।’

বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকের শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৭ কোটির বেশি বই বাঁধাই হয়ে গেছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবটাই হয়ে যাবে। তার পরও স্বল্পসংখ্যক বাদ থাকতে পারে। সেই কাজ শেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিশুর হাতে বই তুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী জানান, এনসিটিবির পক্ষ থেকে সপ্তাহে দুদিন প্রেস পরিদর্শনে আসে। ২০০টি প্রেসে কাজ চলছে। ১৫৮টি কাজ করছে মাধ্যমিকের বই ছাপাতে আর ৪২টি প্রাথমিকের। আর যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া আছে, তারা নিয়মিত পরিদর্শনে আসে। প্রাক-প্রাথমিক নিয়ে সমস্যা হয়েছিল। সেটি সমাধান হয়ে গেছে।’

ছাপাখানার কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমি প্রেসে দেখলাম, কাজ পুরোদমে চলছে। কাজ সবটুকুই শেষ হয়ে গেছে। আগামী দুদিনের মধ্যে বাঁধাই হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here