দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ

0
219

খবর ৭১: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকাতেও এসেছে পুরোপুরি শীতের আমেজ।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম  জানান, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গতকালের চেয়ে সারা দেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যেই তিনটা বিভাগ শৈত্যপ্রবাহের আওতায় চলে এসেছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে। তবে আজ বেলা ১১টায় আমরা শৈত্যপ্রবাহ নিয়ে ঘোষণা দেবো।

রাজধানীর তাপমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গাতে। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আমাদের এরপরের পূর্বাভাসে এটা আরও কমে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here