নড়াইলে এমপি মাশরাফির সদর হাসপাতালে ঝটিকা অভিযান!

0
406

উজ্জ্বল রায়, নড়াইল থেকে : েসকালে মাশরাফির সদর হাসপাতালে ঝটিকা অভিযান। বিকেলে সময়মতো হাসপাতালে না আসায় ৮ জন চিকিৎসক ও ২জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ এবং রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং-এর ১ কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা শনিবার সকাল ৮ টায় ঝটিকা সফরে যান সদও হাসপাতালে। বিভিন্ন অনিয়ম দেখে চরম অসোন্তষ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্বাবধায়কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ উজ-জামান মুন্সী বলেন, সকাল ৯টার পরে আসায় ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে শোকজন করা হয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়ায় ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ করা হয়েছে এবং এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিং-এর ১কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক রোগিরা জানান, এমপি মাশরাফি শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর হাসপালে ঝটিকা সফরে এসে রোগীরা ঠিক মতো খাদ্য না পাওয়া, সকল রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক ও মেডিকেল প্যাথলজিষ্টদের সময়মত হাজির না হওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। তিনি শিশু ওয়ার্ডে গেলে রোগীরা তার কাছে অভিযোগে জানান গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার মিল দেওয়া হয়েছে। এছাড়াও চিকিৎসক-নার্সরা ঠিকমতো রোগি দেখেন না ও সেবা করেন না, লেট্রিন অপরিষ্কার থাকে বলে অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here